শহর মানেই গল্প, শহর মানেই স্মৃতি। সুরম্য অট্টালিকা, বাঁধানো রাস্তা ঘাট হলেই বুঝি শহর হয়? শহর তো এক জীবন্ত পদাবলী। তিল তিল করে যার শরীরে গল্প জমে, স্মৃতিরা খেলা করে। এমন তিলোত্তমা নগরী ঢাকাতে ঘটছে প্রতিদিন কত শত ঘটনা। আজকে কি ঘটছে তা জানাতেই আমাদের এই আনন্দ আয়োজন।